রোনালদোর নতুন রেকর্ড, জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক

মার্চ ৩, ২০২১, ১০:২১ এএম

রোনালদোর নতুন রেকর্ড, জুভেন্টাসের জয়

লিগ ক্যারিয়ারে টানা ১২ মৌসুম ২০ গোল করার কৃতিত্ব দেখালেন জুভেন্টাসের পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ইউরোপের শীর্ষ ৫ লিগে প্রথম ফুটবলার যিনি এই রেকর্ড করলেন। ২০০৯-১০ মৌসুম থেকে গোল মেশিনে পরিণত হন রন। এর আগে টানা ১১ মৌসুম ২০টি বা তার অধিক গোল করেছেন। চলতি মৌসুমেও ২০ গোলের মাইলফলকে চলে এসেছেন । এছাড়া শুধু লিগেই রোনালদো ৬০০তম ক্যারিয়ার ম্যাচ খেললেন এই রাতে। জুভেন্টাসে ৮৫, রিয়াল মাদ্রিদে ২৯২, ম্যানচেস্টার ইউনাইটেডে ১৯৬ ও স্পোর্টিংয়ে ২৭ ম্যাচ খেলেন তিনি। 

রোনালদোর রেকর্ডের রাতে ইতালির লিগ সিরিএ তে জুভেন্টাস ৩-০ গোলে হারিয়েছে স্পেজিয়াকে। প্রথমার্ধে গোল মিসের মহড়া দেখায় জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতা ও ফেডরিকো কিয়েজা ২-০ গোলে এগিয়ে দেন বর্তমান চ্যাম্পিয়নদের। রোনালদো শেষ গোলটি করে জয় নিশ্চিত করেন।

ইতালির লিগ সিরিএ তে ২০২০-২১ মৌসুমে ২০ গোল নিয়ে টেবিলের শীর্ষে রোনালদো অবস্থান করছেন। ১৮ গোল নিয়ে দ্বিতীয়স্থানে ইন্টারমিলানের রোমেলু লুকাকু। 

 ইতালির লিগ সিরিএ তে ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে জুভেন্টাস। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার ও ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় এসি মিলান। শিরোপা স্বপ্ন এখনো রয়েছে তুরিনের ক্লাব জুভেন্টাসের। যদিও ৭ পয়েন্ট পেছনে তারা। আশার কারণ এখনো মৌসুমের ১৪টি ম্যাচ বাকি রয়েছে। 

ম্যাচের ৬২ মিনিটে গোল করেন মোরাতা। আর এই ব্যবধান দ্বিগুণ করেন কিয়েজা ৯ মিনিট পরেই। ৮৯ মিনিটে রোনালদো গোল করে স্কোরলাইন ৩-০ করে ফেলেন। এদিকে রাতে ল্যাৎসিও ও তোরিনোর ম্যাচটি স্থগিত হয়। কোভিড প্রোটোকল , ভ্রমণ নিষেধাজ্ঞা ও কয়েকজন খেলোয়াড়ের টেস্টের ফল পজিটিভ আসায় খেলাটি হয়নি।  

Link copied!