রোনালদোর পর্তুগাল কাতার বিশ্বকাপে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩০, ২০২২, ০২:৩৬ এএম

রোনালদোর পর্তুগাল কাতার বিশ্বকাপে

কোনো অঘটন হলো না। ইতালি বিদায় নিলেও পর্তুগাল ঠিকই কাতার ২০২২ বিশ্বকাপের টিকেট পেয়েছে। ইউরোপিয়ান প্লে অফের ফাইনাল ছিল আজ। নর্থ মেসিডোনিয়াকে ২-০ গোলে হারাল পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজ জোড়া গোল করেছেন। 

এদিকে পোলান্ড ২-০ গোলে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। বিদায় ঘটেছে সুইডেনের। এই বিশ্বকাপে সুইডেন খেলতে ব্যর্থ হলো। ইতালি তো টানা ২ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারলো না। 

পর্তুগালের মনে সংশয় ছিল না। আত্মবিশ্বাসী ছিলেন রোনালদো। নর্থ মেসিডোনিয়া ইতালিকে ১-০ গোলে হারিয়ে বিদায় করে দিয়েছিল। তাই সংশয় থাকতেই পারে। আজ পোর্তোর স্টাডিও দি ড্রাগাওয়ে রোনালদোকে গার্ড করে রাখে মেসিডোনিয়ার ডিফেন্ডার। ম্যাচের ৩২ মিনিটে রোনালদোর পাস থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ৬৫ মিনিটে জোটার ক্রস থেকে আবারো গোল করেন ব্রুনো। 

রবার্ট লেভানডভস্কির পোলান্ড বিশ্বকাপে। রবার্ট লেভানডভস্কি ও জিলানস্কি গোল করেছেন ম্যাচে। 

Link copied!