রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন শঙ্কায়

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২৭, ২০২১, ০৪:০১ পিএম

রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন শঙ্কায়

রাতে ইউরোপিয়ান প্লে অফ ম্যাচের ড্র অনুষ্ঠিত হয়েছে। ১২টি দল থেকে মাত্র ৩টি কোয়ালিফাই করবে কাতার ২০২২ বিশ্বকাপে। একই ব্রাকেটে ইতালি ও পর্তুগাল পরেছে। ফলে ২টি দল সেমিফাইনালে জিতলে ফাইনালে উঠবে। আর ফাইনালে দুটি দল মুখোমুখি হবে। একটি দলকে নিতে হবে বিদায়। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ এটি। যদি পর্তুগাল মূল পর্বে যেতে পারে তাহলে রোনালদোর আর বিশ্বকাপ খেলা হবে না।

তিনি ২০২৪ ইউরো পর্যন্ত জাতীয় দলের ক্যারিয়ার চালিয়ে যাবেন। আর পরের বিশ্বকাপ ২০২৬ সালে। রোনালদোর বয়স এখন ৩৬। ফলে এই বিশ্বকাপের মূল পর্বে যাওয়াটা তার জন্য জরুরি। অন্যদিকে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ইতালি। ২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে তারা। আর তাদের কোয়ালিফাই খেলতে হচ্ছে এখন। 

আগামী বছরের ২৪ মার্চ পর্তুগাল সেমিফাইনাল খেলবে তুরস্কের সঙ্গে। আর ইতালির প্রতিপক্ষ নর্থ মেসিডোনিয়া। 

Link copied!