উয়েফা চ্যাম্পিয়নস লীগে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রিয় প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের পেলেই জ্বলে ওঠেন রোনালদো। রিয়াল মাদ্রিদের পর জুভেন্টাসের জার্সিতে অ্যাটলেটিকোকে কাঁদিয়েছিলেন তিনি। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে রোজি ব্লাঙ্কোদের মুখোমুখি হচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার।
আজ রাতে অ্যাটলেটিকোর ওয়ান্দা মেট্রোপলিটানোতে শেষ ষোলোর প্রথম লেগ খেলতে নামছে রোনালদোর ইউনাইটেড। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩৫ ম্যাচে ২৫ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট ৯টি। ডিয়েগো সিমিওনের দলের বিপক্ষে নকআউট পর্বে রোনালদোর হ্যাটট্রিক রয়েছে দু’টি।
২০১৪ ও ২০১৬ চ্যাম্পিয়নস লীগ ফাইনালে অ্যাটলেটিকোর হৃদয় ভেঙে দিয়েছিলেন এই রোনালদো। আর ২০১৭’র সেমিফাইনালের প্রথম লেগে তার হ্যাটট্রিকে ৩-০ গোলে অ্যাটলেটিকোকে উড়িয়ে দিয়েছিল রিয়াল। দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতলেও অ্যাগ্রিগেটে ৪-২ ব্যবধানে ফাইনালে উঠে যায় রিয়াল মাদ্রিদ। সেবার জুভেন্টাসকে হারিয়ে টানা তৃতীয় শিরোপা ঘরে তুলে রেকর্ড গড়ে মাদ্রিদ জায়ান্টরা। রোনালদোর এরপর যোগ দেন জুভেন্টাসে। কিন্তু অ্যাটলেটিকোর বিপক্ষে তার গোলের অভ্যাস পরিবর্তন হয়নি এতটুকু। ২০১৯তে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে ২-০গোলে হেরে বসেছিল রোনালদোর জুভেন্টাস। কিন্তু তুরিনে দ্বিতীয় লেগে দুর্দান্ত হ্যাটট্রিকে পাশার দান উল্টে দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
১৯৯১ সালের পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবারই প্রথম অ্যাটলেটিকোর মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।