রোনালদোর হ্যাটট্রিক ও রেকর্ড, ডেনমার্ক বিশ্বকাপে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২১, ০৫:৫২ এএম

রোনালদোর হ্যাটট্রিক ও রেকর্ড, ডেনমার্ক বিশ্বকাপে

ক্রিস্টিয়ানো মাঠে নামলেন। এবার ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে লুক্সেমবার্গের সঙ্গে করলেন। তার এই নৈপুণ্যে পর্তুগাল ৫-০ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। জাতীয় দলের হয়ে এটা তার রেকর্ড ১০তম হ্যাটট্রিক। অবশ্য দুটি গোল পেনাল্টি ও হেডে একটা স্কোর করেছেন। 

রোনালদো ক্লাব ও জাতীয় দলের হয়ে করেছেন ৫৮টি হ্যাটট্রিক। এতো হ্যাটট্রিক আর কারো নেই। আর জাতীয় দলের হয়ে ১০টি হ্যাটট্রিক অন্য পর্যায়ে নিয়ে গেছে। 

এদিকে কাতার (আয়োজক) , জার্মানির পর বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে ডেনমার্ক। তারা অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে। বাছাইয়ে তারা ৮টি ম্যাচের প্রতিটি জিতেছে। 

এই রাতটি হতাশার ছিল ইংল্যান্ডের। হাঙ্গেরির সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে। যদিও ইংল্যান্ডের বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার ব্যাপারে ভাল আশা রয়েছে। 

 

Link copied!