রোমাঞ্চকর হলো না লর্ডস টেস্ট

ক্রীড়া ডেস্ক

জুন ৭, ২০২১, ০৬:১৫ এএম

রোমাঞ্চকর হলো না লর্ডস টেস্ট

ইংল্যান্ড জয়ের জন্য খেলেনি। এই কথাটি বলাই যায়। নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস) লর্ডসে লাঞ্চের সময় ৬ উইকেটে ১৬৯ রানে ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য ইংল্যান্ডের ২৭৩ রান দরকার ছিল। সেখানে তারা ৭০ ওভার ব্যাট করে ১৭০ রান তুলেছে ৩ উইকেটে। ফলে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছে। 

ইংল্যান্ডের ওপেনার ডম শিবলি একাই ২০৭ বল খেলেছেন। আর রান করেছেন ৬০। এতেই বোঝা যায় ইংল্যান্ড সাবধানী ছিল। আর ম্যাচ জয়ের তাড়া তাদের মধ্যে কাজ করেনি। 

১০ জুন এখন বার্মিংহ্যামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি রয়েছে। ২ টেস্টের সিরিজ। সেখানে সিরিজের ভাগ্য নির্ধারণ হতে পারে। এরপর নিউজিল্যান্ড সাউদাম্পটনে যাবে। সেখানে ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। 

এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৭৮ রান তুলেছিল। জবাবে ইংল্যান্ড ২৭৫ রান তোলে। তবে বৃষ্টির জন্য টেস্টের তৃতীয় দিনে খেলাই হয়নি। আর আজ নিউজিল্যান্ড ম্যাচের ফলের জন্য চেষ্টা করেছে। ইংল্যান্ড রক্ষণাত্বক ব্যাট করেছে।  

Link copied!