ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে েইতালি। এর পরের দিন ইতালিয়ান ফুটবলাররা রোমে চলে আসে। আর সেখান থেকে তাদের প্রেসিডেন্ট ভবনে নিয়ে যাওয়া হয়। জাতীয় বীরদের সংবর্ধণা দেওয়া হয়েছে।
এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল অবধি মানুষের ভিড় ছিল। করোনা মহামারীর মধ্যেও দেশের এই অর্জনের দিন কেউ ধরে বসে থাকেনি। প্রেসিডেন্ট ভবনে সম্মাননা নিয়ে হুডখোলা দোতলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করেন ইতালিয়ানরা।
দীর্ঘ ৫৩ বছর পর ইউরো জিতেছে ইতালি। আর অন্যদিকে ইংল্যান্ড ৫৫ বছর পরেও সুযোগ পেয়ে পারল না। তাদের এটাই প্রথম ইউরো ফাইনাল ছিল। সর্বশেষ তারা ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছি। এটাই সবচেয়ে বড় ট্রফি তাদের।