লরেন্সে কিছুটা স্বস্তি ইংল্যান্ডের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২১, ০৩:০০ এএম

লরেন্সে কিছুটা স্বস্তি ইংল্যান্ডের

লর্ডসে প্রথম টেস্ট ম্যাচটির তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে না গেলে ফল আসতে পারতো। ওই ম্যাচটি ড্রয়ে শেষ হয়। বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। প্রথম দিন শেষে বড় স্কোর নেই ইংলিশদের। ৭ উইকেটে ২৫৮ রান তুলে দিন শেষ করেছে তারা।

ড্যান লরেন্স ৬৭ রানে উইকেটে অপরাজিত রয়েছেন। ওপেনার ররি বার্নস ৮১ রানে ফিরেছেন সাজঘরে। তার পাশে মার্ক উড ১৬ রানে খেলছেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও আইজাজ প্যাটেল ২টি করে উইকেট নিয়েছেন। 

ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ১৬২তম টেস্ট খেলতে নেমেছেন। ইংল্যান্ডের সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার এখন তিনি। এদিকে এজবাস্টনে দর্শক এসেছে। বার্মি আর্মিদের উচ্ছ্বাসে মনে হয়েছে করোনাকে ঝেটিয়ে বিদায় করার সময় এসেছে। 

Link copied!