লাল মাটির দূর্গে নাদালকে হারিয়ে ফাইনালে জকোভিচ

ক্রীড়া ডেস্ক

জুন ১২, ২০২১, ০৯:২৬ এএম

লাল মাটির দূর্গে নাদালকে হারিয়ে ফাইনালে জকোভিচ

ফরাসি ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালকে ৬-৩,৩-৬, ৬-৭ (৪-৭), ২-৬ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। রবিবার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ গ্রিসের স্টিফানোস সিতসিপাস। 

ক্যারিয়ারে নাদাল ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। তার ১৩টিই ফরাসি ওপেনে। লাল মাটির কোর্ট (ক্লে)। এখানে তিরি রাজত্ব করেন। স্পেনের টেনিস খেলোয়াড় নাদালকে ক্লে কোর্টের রাজাও বলা হয়। সেই নাদালকে হারিয়ে দিলেন জকোভিচ। এই ম্যাচটিকে ইতিহাসের সেরা বলা হচ্ছে। কারণ নাদাল ফরাসি ওপেনে সবচেয়ে সফল খেলোয়াড়। 

নাদাল এখানে ১০৮ ম্যাচের মাত্র ৩টিতে হারলেন। রেকর্ড দেখেই বোঝা যায় কতটা ভয়ঙ্কর ৩৫ বছর বয়সী নাদাল।

অন্যদিকে ফাইনালে স্টিফানোস বেশ তরুণ বয়সে উঠেছেন। ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের প্রথম ফরাসি ওপেন ফাইনাল। প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালও বটে এটা। 

Link copied!