মোহাম্মদ সালাহ’র পেনাল্টি মিসের দিনে লিস্টার সিটির কাছে প্রিমিয়ার লিগে মঙ্গলবার ১-০ গোলে পরাজিত হয়েছে লিভারপুল। লিস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের ৫৯ মিনিটে জয়সূচক গোলটি করে আদেমোলা লুকমান।
এর ফলে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার ধারা থেকে বেরিয়ে আসলো রেডরা। একইসাথে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে লিভারপুল ৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়লো।
এদিকে দিনের আরেক ম্যাচে ১০ জনের সাউদাম্পটনের সাথে ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম। জেমস ওয়ার্ড প্রাউসের দুর্দান্ত গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। বিরতির ঠিক আগে ডি বক্সের ভিতর সন হেয়াং-মিনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের কারনে মাঠত্যাগে বাধ্য হন মোহাম্মদ সালিসু। স্পট কিক থেকে কোন ভুল করেননি হ্যারি কেন।
অপর ম্যাচগুলোতে টেবিলের পঞ্চম স্থানে থাকা ওয়েস্ট হ্যাম ৪-১ গোলে ওয়াটফোর্ডকে এবং ক্রিস্টাল প্যালেস ৩-০ গোলে তলানির দল নরউইচ সিটিকে পরাজিত করেছে।