হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে স্বাগতিকদের বিপক্ষে আজ মাঠে নামবে টাইগাররা। জিম্বাবুয়ে তরুণদের নিয়ে দল ঘোষণা করেছে। যে দলের অধিনায়ক সিকান্দার রাজা। আর আজ বাংলাদেশ নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০০তম ম্যাচ খেলতে নামবে। স্মরণীয় করে রাখতে চায় তারা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে চারটায় এবং গাজী টিভি ও টি স্পোর্টস সরাসরি তা সম্প্রচার করবে। সিরিজের প্রথম ম্যাচটি হবে সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের শততম ম্যাচ, যা জয়ের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।
কাকতালীয়ভাবে টি-২০ ফমের্টে বাংলাদেশে তাদের প্রথম ম্যাচটি খেলেছিল এইি জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৬ সালে শাহরিয়ার নাফিসের নেতৃত্বে ম্যাচটি ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা।
আজ ম্যাচে সাকিব আল হাসান খেললে তিনিই হবেন এই ফর্মেটে প্রথম ও শততম ম্যাচ খেলা বাংলাদেশী প্রথম খেলোয়াড়। জিম্বাবুয়ে দলের দুই খেলোয়াড় ব্রেন্ডন টেইলর ও সিন উইলিয়ামসও বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচের অংশ ছিলেন।
এ বছর বাংলাদেশ দল এ ফর্মেটে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। তিনটিই নিউজিল্যান্ড সফরে এবং তিনটিতেই পরাজিত হয়েছে টাইগাররা। শততম ম্যাচটি সংক্ষিপ্ত ভার্সনে এ বছর পরাজয়ের বৃত্ত থেকে এসে জয়ের ধারায় ফেরার একটি সুযোগ হতে পারে টাইগারদের জন্য।
সফরে ইতোমধ্যেই একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে নিজেদের একক প্রাধান্যের প্রমান দিয়েছে বাংলাদেশ।
সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফরে দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করেছিল জিম্বাবুয়ে।
টি-২০ ক্রিকেটে বাংলাদেশ এ পর্যন্ত ম্যাচ খেলেছে ৯৯টি। যার মধ্যে জয় মাত্র ৩২ এবং পরাজয় ৬৫টিতে। বাকি দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বাংলাদেশ দল: মাহমুদুল্লাহ রিয়াদ(অধিনায়ক),নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, আমিনুল আসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক) , বার্ল রায়ান, চাকাভা, চাতারা, জঙ্গি, তিনাশে, মাধেভিরে, মারুমানি, ওয়েলিংটন, তারিসাই, ব্লেসিং, ডিওন, রিচার্ড, মিল্টন, ডোনাল্ড।