জুলাই ১৫, ২০২৩, ০১:২৯ এএম
শরিফুল স্ট্রাইকে ছিলেন। ২ বলে ২ রান দরকার। সে সময় তিনি হ্যাটট্রিক করা করিম জান্নাতকে ৪ মেরে বাংলাদেশকে জয় এনে দেন। ম্যাচ শেষে অপর প্রান্তে ৩২ বলে ৪৭ রান করা তাওহিদ হৃদয় জানান, তার শরিফুলের ওপর বিশ্বাস ছিল।
শরিফুল ও তাওহিদ দুজনই যুব দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন বাংলাদেশের হয়ে। তারা ভাল বন্ধুও। তাওহিদ ম্যাচ শেষে বলেন,‘ শরিফুলের ওপর বিশ্বাস আমার ছিল আগে থেকেই, কারণ ওর সম্ভাবনা আমি জানি। আমরা একসঙ্গে অনূর্ধ্ব-১৯ দল থেকে খেলছি এবং সে বড় বড় ছয় মারতে পারে। শরিফুল আসা পর্যন্ত আমার তাই বিশ্বাস ছিল। শরিফুলকে একটা কথাই বলেছিলাম, ব্যাটে বল না লাগলেও দৌড়াবি। পরে শেষদিকে বলেছি, ম্যাচটি তুই-ই জেতাবি।’
এখন ১৬ জুলাই দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি। বাংলাদেশ সে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে।