শান্তর পর আউট ইয়াসির, হিসাব পাল্টে গেল বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২২, ০১:৩৩ পিএম

শান্তর পর আউট ইয়াসির, হিসাব পাল্টে গেল বাংলাদেশের

লাঞ্চের পরই যেন বাংলাদেশের সব হিসাবনিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। ওপেনার শান্ত ফিরলেন, তার কিছু পরই ফিরে গেলেন ইয়াসির আলী রাব্বি।

লাঞ্চের পর পঞ্চম ওভারে দলীয় ১২৪ রানের মাথায় উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান শান্ত। ৬৭ রানে থাকা অবস্থায় ফেরেন তিনি।

শান্ত আউট হওয়ার সাত রানের মাথায় আরও একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতোই বোল্ড হয়েছেন ইয়াসির আলী রাব্বি (৫)। এবার তার উইকেট ভেঙেছেন অক্ষর প্যাটেল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫৩ রান। জাকির হাসান ৭৩ আর লিটন দাস ৭ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৫১৩ রানের। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। অর্থাৎ এই টেস্টে জিততে হলে টাইগারদের বিশ্বরেকর্ড গড়তে হবে।

Link copied!