আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট

শান্তর পর মুমিনুলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

জুন ১৬, ২০২৩, ০৩:৪১ পিএম

শান্তর পর মুমিনুলের সেঞ্চুরি

বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক টেস্টে দুটি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান নাজমুল হোসেন শান্ত। প্রথম জন মুমিনুল হক। আজ মিরপুরে একমাত্র টেস্টের চতুর্থ দিনে আফগানিস্তানের বিপক্ষে সেই মুমিনুলও সেঞ্চুরি তুলে নেন। আর লিটন করেছেন ফিফটি। 

চা বিরতি চলে গেছে। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ৪ উইকেটে ৪২৩ রান তুলেছে। লিড হয়ে হয়ে গেছে ৬৫৯ রান। মুমিনুল ১২১ ও লিটন ৬৪ রানে খেলছিলেন। শান্ত ১২৪ রানে আউট হন। 

শান্তর সেঞ্চুরিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর্যন্ত ২ উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান করেছিলো বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ৩৭০ রানের বড় ব্যবধানে এগিয়ে ছিলো টাইগাররা। জাকির হাসান ও শান্ত সমান ৫৪ রানে অপরাজিত ছিলেন।
আজ, তৃতীয় দিন প্রথম সেশনে ব্যক্তিগত ৭১ রান করে রান আউট হন জাকির। দ্বিতীয় উইকেটে শান্তর সাথে ১৯৯ বলে ১৭৩ রান যোগ করেন জাকির।
এরপর মুমিনুল হককে নিয়ে তৃতীয় উইকেটে ৮১ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন শান্ত। এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান শান্ত। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন তিনি।
মুমিনুলের পর বাংলাদেশের পক্ষে একই টেস্টে দুই  ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন শান্ত। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল।
বিরতিতে যাবার আগে ১৪টি চারে ১৩৩ বলে অপরাজিত ১১২ রান করেন শান্ত। ৬টি চারে ৫২ বলে ৪৩ রানে অপরাজিত আছেন মুমিনুল।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৮২ ও আফগানিস্তান ১৪৬ রান করেছিলো।

 

Link copied!