শামীমের সাহসী ব্যাটিংয়ের পেছনের গল্প

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২১, ১০:৫৫ পিএম

শামীমের সাহসী ব্যাটিংয়ের পেছনের গল্প

টি-টোয়েন্টি ক্রিকেটের অভিষেক সিরিজেই দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। শেষ ম্যাচে জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। ১৫ বলে ৩১ রান করে বাংলাদেশকে এনে দিয়েছেন ৫ উইকেটের বড় জয়। এছাড়া দ্বিতীয় ম্যাচে বাউন্ডারি লাইনে একটি ক্যাচ ধরে আলো কাড়েন। আজও নাইম শেখের সঙ্গে প্রচেষ্টায় দারুণ আরেকটি ক্যাচ নিয়েছেন। পাওয়ার হিটিংয়ে তার মত এমন ব্যাটসম্যান বাংলাদেশ দলে কম। কীভাবে এমন ব্যাটিং করেছেন শামীম জানিয়েছেন ম্যাচ শেষে। দ্য রিপোর্টের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো...

 

সাহসী ব্যাটিং করে ম্যাচ জিতেছেন, পেছনের গল্প...

আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। বেশিরভাগ সময়ই ভাল বল আসে, সেগুলোই সাহস করে মারতে হয়। এই দায়িত্ব নিয়ে খেলতে হয়। আর আমি পারবো এই আত্মবিশ্বাস ছিল। 

 

ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার অনুভূতি কী...

আল্লাহর রহমতে অনেক ভাল লাগতেছে (লাগছে) যে গত ম্যাচে শেষ করতে পারিনি। তাই মনে রেখেছিলাম পরের ম্যাচটাই সুযোগ পেলে আমার লক্ষ্য থাকবে শেষ করে আসা। সেই সুযোগটা পেয়ে আমি সফলও হয়েছি তাই অনেক ভাল লাগছে।

 

ড্রেসিংরুমে কী আলাপ...

যখন সৌম্য-রিয়াদ ভাই ব্যাটিং করছিল তখন সব পজিটিভ ছিল আমাদের দিকে। আমি যখন ড্রেসিংরুমে খেলা দেখছিলাম তখন মনে ছিল যে আজ জিতবো। যেভাবেই হোক আমরা জিতবো ইনশাআল্লাহ।

 

আন্তর্জাতিক ক্রিকেটে কেমন লাগছে...

আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কঠিন। এতদিন অনূর্ধ্ব-১৯ খেলেছি বা ক্লাব খেলেছি তার চেয়ে আন্তর্জাতিক অনেক কঠিন তা বুঝতে পেরেছি এখানে এসে। 

 

অভিষেক সিরিজেই জয়। কীভাবে দেখছেন...

আমার যেহেতু টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অভিষেক হয়েছে। সো আমার জন্য ভাল হয়েছে যে সিরিজ জয় দিয়ে শুরু করেছি। এটা আমার জন্যও ভাল হয়েছে, দলের জন্যও।

 

কী পরিকল্পনায় ব্যাটিং... 

রিয়াদ ভাই আমাকে বলছিল যে ওভারে ১০ করে আসলে ম্যাচটা সহজে চলে আসবে। একটা বাউন্ডারী বা একটা সিক্স আসলেই হবে। আমি সেই পরিকল্পনা ধরে খেলেছি।

Link copied!