শারাপোভার পর প্রথম ফাইনালে পাভলইউচেনকোভা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২১, ০৯:৩৯ এএম

শারাপোভার পর প্রথম ফাইনালে পাভলইউচেনকোভা

ফরাসি ওপেনে ২০১৪ সালের পর নারী এককে প্রথম রাশিয়ান খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠেছেন আনাস্তিয়া পাভলইউচেনকোভা। আর শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি লড়বেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেসসিকোভার বিপক্ষে। ১২ জুন নারী এককের ফাইনাল।

এদিকে ফরাসি ওপেনে আজ পুরুষ এককের সেমিফাইনাল। রাফায়েল নাদাল ১৩ বারের চ্যাম্পিয়ন এই ক্লে কোর্টে। তিনি লড়াই করবেন নোভাক জকোভিচের সঙ্গে। টেনিস কোর্টে এটা নিয়ে ৫৮তম বার মুখোমুখি হচ্ছেন নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল।

রোলাঁ গারো জিতলে ২১টি গ্র্যান্ডস্লাম জিতে নতুন রেকর্ড করবেন রাফা। এখন ফেদেরার এবং নাদালের দখলে ২০টি করে গ্র্যান্ডস্লাম রয়েছে। জোকোভিচ আবার ১৭টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। 

Link copied!