শেষ থেকে আবার শুরু ইংল্যান্ড-উইন্ডিজের

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২৩, ২০২১, ০৪:৩০ পিএম

শেষ থেকে আবার শুরু ইংল্যান্ড-উইন্ডিজের

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কি এক মিল! আজ দুবাইয়ে সেই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের লড়াই চলতি বিশ্বকাপের উদ্বোধনী দিনে। 

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে কাল থেকে শুরু হওয়া সুপার টুয়েলভের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ২০১৬ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিকে সঙ্গী করে সুপার টুয়েলভে গ্রুপ-১ থেকে লড়বে দল দুটি। ২০১৬ সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপের শুরুতে ঐ স্মৃতি নাড়া দিচ্ছে দু’দলকে। 

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচটি। তবে সুপার টুয়েলভে দু’দলের জন্যই এটি প্রথম ম্যাচ। 

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার  ম্যাচ এলেই  দুর্দান্ত এক স্মৃতি নাড়াচাড়া দিয়ে উঠে। আর সেটি হলো ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠত্বের মুকুট পড়তেই ঐ ফাইনাল খেলতে নেমেছিলো ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। 

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে জো রুটের ৫৪ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান সংগ্রহ  ইংল্যান্ড। 

১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। তবে তিন নম্বরে নামা মারলন স্যামুয়েলসের ব্যাটিং নৈপুন্যে ম্যাচে টিকে ছিলো ক্যারিবীয়রা। কিন্তু  ম্যাচের শেষ দিকে এসে মহা কঠিন পরীক্ষার মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিততে শেষ ওভারে ১৯ রান দরকার পড়ে। উইকেটে ছিলেন স্যামুয়েলস ও কালোর্স ব্র্যাথওয়েট। 

শেষ ওভারে বল হাতে আক্রমনে আসেন ইংল্যান্ডের পেস অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকসের প্রথম চার ডেলিভারিতেই চার ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে শিরোপার স্বাদ পাইয়ে দেন ব্র্যাথওয়েট। ৪ উইকেটে ফাইনাল জিতে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে ওয়েস্ট ইন্ডিজ।  

বিশ্বকাপের ঐ ম্যাচের পর টি-টোয়েন্টিতে চারবার দেখা হয় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের। সবগুলোই দ্বিপাক্ষীক সিরিজে। এরমধ্যে তিনবার জিতে ইংলিশরা, একবার জয় পায় ক্যারিবীয়রা।   

শেষ আসরের ফাইনালের কারণেই এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনও ইংল্যান্ডের কাছে হারেনি ক্যারিবীয়রা। পাঁচবারের দেখায় সবগুলোই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। 

কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে এগিয়ে ইংল্যান্ড। এ বছরের শুরুতে দ্বিপাক্ষীক সিরিজে ভারতের কাছে হারলেও শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে জয় আছে ইংল্যান্ডের। 

তবে এ বছর চারটি দ্বিপাক্ষীক সিরিজ খেলে দু’টি জয় ও দু’টি হার ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ক্যারিবীয়রা। আর দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে সিরিজ হারে ক্যারিবীয়রা। সবগুলো সিরিজই দেশের মাটিতে খেলে ওয়েস্ট ইন্ডিজ। 

Link copied!