শেষ হাসি নেইমার নাকি মেসির?

ক্রীড়া ডেস্ক

জুলাই ৮, ২০২১, ১২:৩৭ পিএম

শেষ হাসি নেইমার নাকি মেসির?

মারাকানা স্টেডিয়ামে ১১ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ মুখোমুখি হওয়ায় বাংলাদেশেও ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা কাজ করছে। আর এই লড়াইয়ে বাড়তি রঙ ছড়াবেন মেসি ও নেইমার। ফাইনালের আগে দেখে নেওয়া যাক রেকর্ডে কে এগিয়ে ও পিছিয়ে। 

ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি :

ম্যাচ : ১১১

ব্রাজিল জয় : ৪৬

আর্জেন্টিনা জয় : ৪০

ড্র : ২৫। 

 

কোপা আমেরিকা শিরোপা জয়

আর্জেন্টিনা : ১৪টি

ব্রাজিল : ৯টি। 

 

সর্বশেষ কোপা আমেরিকা জয় :

ব্রাজিল : ২০১৯

আর্জেন্টিনা : ১৯৯৩। 

 

ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ :

ব্রাজিল : ৫টি। (সর্বশেষ ২০০২)

আর্জেন্টিনা : ২টি। (সর্বশেষ ১৯৮৬)

 

১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলের জয় পায়। তবে ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ব্রাজিল আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয়।

মেসি ও নেইমার প্রথমবারের মতো কোনো ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন এবারের কোপা আমেরিকাতে।

আর্জেন্টিনার লিওনেল মেসি এবং ব্রাজিলের নেইমার বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন, এই দুজনের সঙ্গে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের সমন্বয় বার্সেলোনাকে ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড লাইন আপের স্বীকৃতি দেয়।

নেইমার বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেওয়ার পরে লিওনেল মেসি তার অভাব অনুভব করেন বলে জানান। বার্সেলোনাও মাঝেমধ্যে নেইমারকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে।

 

 

 

Link copied!