শেষটা মলিন টেলরের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৪:১৯ এএম

শেষটা মলিন টেলরের

বেলফাস্টে সোমবার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রেন্ডন টেলর। আর সে ওয়ানডে ম্যাচে ১২ বলে ৭ রান করে আউট হয়েছেন তিনি। আরো একটু ভাল হলে বোধহয় মন্দ হতো না। জিম্বাবুয়ের হয়ে অনেক স্মৃতি ও অর্জন বুকে নিয়ে বিদায় নিলেন তিনি। 

২০০৪ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় টেলরের। ঐ বছরই টেস্ট ও ২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। এরপর থেকে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেন তিনি। 

২০১১ সালের দলের জিম্বাবুয়ে দলের অধিনায়কত্ব পান টেলর। তিন সংস্করনেই দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। টেস্টে ১৬ ম্যাচ, ওয়ানডেতে ৩৭ ও টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন টেইলর। 

দেশের হয়ে গত ১৭ বছরে ৩৪টি টেস্ট, ২০৫টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেলর। টেস্টে ২৩২০ রান, ওয়ানডেতে ৬৬৮৪ রান ও টি-টোয়েন্টিতে ৯৩৪ রান সংগ্রহ করেছেন । 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের ঘোষনা দেন  ৩৫ বছর বয়সী টেলর। তিনি লিখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ঘোষণা করছি, আজ প্রিয় দেশের হয়ে আমার শেষ ম্যাচ। উত্থান-পতনের মধ্য দিয়ে ১৭ বছরের পথচলা। যা আমাকে বিনয়ী হতে শিখিয়েছে। সবসময় মনে করিয়ে দিয়েছে, আমি কতই না ভাগ্যবান যে এত দীর্ঘ সময় ধরে এমন অবস্থানে ছিলাম। গর্বের সাথে ব্যাজটা পরতে শিখিয়েছে, মাঠে সবকিছু উজাড় করে দিতে শিখিয়েছে। ২০০৪ সালে অভিষেকের পর থেকে সবসময় আমার লক্ষ্য ছিল দলকে সেরা অবস্থানে রেখে যাওয়া। আশা করি, আমি তা করতে পেরেছি।’

 

 

Link copied!