জার্মানি কোনো কিছু বুঝে ওঠার আগেই গোল করে বসে রোমানিয়া। ৯ মিনিটে হাজির গোলে লিড নেয় তারা। জার্মানি অবশ্য ঘুরে দাঁড়ায় পরের অর্ধে। মার্কো রয়েসের পাস থেকে গোল করে সার্জিও গ্যানাব্রি। ৮১ মিনিটে থমাস মুলার জয়সূচক গোলটি করেন। বিশ্বকাপ বাছাইয়ে জার্মানি এখন কাতারের মূল পর্বের খুব কাছে। আগামী সোমবার নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে জয় লাগবে জার্মানদের। আর রোমানিয়ার বিপক্ষে জয়বঞ্চিত হবে আর্মেনিয়া।
বিরতির পর খোলস ছেড়ে বের হয় জার্মানরা। ৫২ মিনিটে দলকে সমতায় ফেরান সার্জিও গ্যানাব্রি। উল্লাসে মাতোয়ারা স্বাগতিক সমর্থকরা। ৮১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে আর ভুল করেননি বদলি হিসেবে মাঠে নামা থমাস মুলার। বুদ্ধিদীপ্ত শটে দারুণ এক গোল করেন এই জার্মান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর গোল না হলে জয়ের উল্লাসে মেতে ওঠে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে 'জে' গ্রুপের শীর্ষে থাকল জার্মানি।