২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপন। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন পাপন। এবার সেই মেয়াদ শেষ হচ্ছে। অক্টোবরে বিসিবির নির্বাচন। বুধবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, এবারের নির্বাচনে তিনি ডিরেক্টর পদে নির্বাচন করলেও সভাপতি নাও হতে পারেন।
নির্বাচনের বিষয় ছাড়াও পাপন তামিম ইকবালের সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন,‘ তামিম যদি দলে আসে, সে সব সময় প্রথম পছন্দ। বাদ দেওয়ার প্রশ্ন আসে না। একটা সমস্যা, তামিম অনেক দিন টি-টোয়েন্টি খেলছে না। ওর ইনজুরি আছে। সব চিন্তা করে ও যেটা বলেছে, সে ভালো কথাই বলেছে। সে মনে করেছে এটা হলে অনেকের জন্য ইনজাস্টিস হতে পারে। তামিম এ বিশ্বকাপ দলেও ছিল। কিন্তু নিজের ঘোষণার পর এই স্কোয়াডে সে থাকবে না। সামনে আরও বিশ্বকাপ আছে, সে আবার খেলবে আশা করি।