সমালোচনা উড়িয়ে দিয়ে এবার বিমানের শুভেচ্ছাদূত সাকিব আল হাসান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২৩, ১০:৩৪ পিএম

সমালোচনা উড়িয়ে দিয়ে এবার বিমানের শুভেচ্ছাদূত সাকিব আল হাসান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম আসলে বাংলাদেশে সমালোচনা-প্রশংসা দুই-ই চলে। তবে সম্প্রতি পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণালংকারের দোকান উদ্বোধনের আমন্ত্রণে যাওয়ায় সাকিবের সমালোচনার ঢেউ এখনো সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ছে। সেসব সমালোচনা যে সাকিবের খ্যাতিকে ছুঁতে পারেনি সেটাই যেন প্রমাণিত হলো। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে তিন বছরের নিয়োগ পেলেন তিনি। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে সাকিব আল হাসানের সাথে আনুষ্ঠানিক চুক্তিও করেছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম গণমাধ্যমকে জানান, বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিবের দেশ-বিদেশে সমান জনপ্রিয়তা, বিশ্বব্যাপী তাঁর পরিচিতি। তাঁকে বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করায় বিমানের ইতিবাচক সেবার দিকটি প্রচারিত হবে।

আরাভ খানকে নিয়ে সাকিব যে সমালোচনায় সে প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক বলেন, আরাভ খান যে খুনের মামলার আসামি, সাকিব তা জানতেন না বলে তাদের বলেছেন। জানলে হয়তো যেতেন না। তা ছাড়া সাকিবের মতো বিশ্বমানের একজন ক্রিকেটার বিমানের প্রতিনিধিত্ব করতে পারায় তিনি (সাকিব) নিজেও খুশি। দুবাই যাওয়ার আগেই তাঁকে প্রস্তাব দেওয়া হয় এবং তাতে তিনি নির্দ্বিধায় রাজি হয়েছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের পরিচালক ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

বলাকা ভবনে গেলে সাকিব আল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানের কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষর শেষে কেক কাটা হয়। 

বিমান নিয়ে শৈশবের স্মৃতিচারণ করে অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, শৈশবে খেলার মাঠে মাথার ওপর দিয়ে বিমান উড়ে গেলে এক ধরনের ভালো লাগা কাজ করত।

বিমানের ব্র্যান্ডিং ও খেলাধুলা বিষয়ে সহযোগিতার জন্য সাকিব আল হাসানকে ধন্যবাদ জানান বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন।

Link copied!