সাকিব ইস্যুতে ফুলস্টপের সময় এসেছে: সুজন

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ৮, ২০২২, ০৯:২২ পিএম

সাকিব ইস্যুতে ফুলস্টপের সময় এসেছে: সুজন

কোনো সিরিজের আগেই খেলা না-খেলা নিয়ে সাকিব আল হাসানের টালবাহানার ইতি টানতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো ক্রিকেটার যদি খেলতে চায় খেলবে, আর না-খেলতে চাইলে খেলবে না। কিন্তু সিরিজের আগে, খেলার আগে এমন টালবাহান চায় না ক্রিকেট বোর্ড।

বিষয়টি জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মঙ্গলবার (৮ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে এক প্রশ্নে এ মন্তব্য করেন সুজন।

তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব যে বারবার এমন করে সেটা কি বিসিবি মেনে নেবে কী না, উত্তরে কিছুটা রাগত স্বরে সুজন জানান, সাকিবকে নিয়ে ফুলস্টপের সময় এসেছে।

তিনি বলেন, 'আমি তো বললাম ফুলস্টপের টাইম আসছে। তুমি (ক্রিকেটার অর্থে) বিসিবিকে চালাতে পারো না। তুমি বলতে পারো না, আমি খেলবো অথবা আমি খেলবো না। যদি খেলতে না চাও খেলবা না। যদি খেলতে চাও তাহলে খেলো। ব্রেক হলে ফুল ব্রেক। কেউ তোমাকে আটকাবে না। বিসিবি সভাপতিও বলতে চায় এভাবে। উনি একটু আস্তে বলেছেন, আমি একটু জোরে বললাম।'

Link copied!