বাংলাদেশের ৬ ব্যাটার কোনো রান করতে পারেনি। একা সাকিব লড়াই করেছেন শুধু। তার ৬৭ বলে ৫১ রানের ইনিংসে বাংলাদেশ অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়েছে।
এছাড়া অবশ্য তামিম ২৯ ও লিটন ১২ রান করেছেন। শূন্যহাতে ফিরেছেন জয়, শান্ত, মুমিনুল, নুরুল, মোস্তাফিজ ও খালেদ। এর আগেও অবশ্য এক ইনিংসে ৬ জনের ‘ডাক মারার’ ঘটনা রয়েছে বাংলাদেশের।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাট করতে নেমেছে। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে খেলছেন জন ক্যাম্পবেল। বিনা উইকেটে ১০ রানও তুলেছে তারা।