সাকিব-রিয়াদের যে পরামর্শে সফল নাসুম

ক্রীড়া প্রতিবেদক

আগস্ট ৪, ২০২১, ০৮:৪৭ এএম

সাকিব-রিয়াদের যে পরামর্শে সফল নাসুম

 

নাসুম আহমেদ এর মায়াবী ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় পেয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ। ১৩১ রান করে ও ১০৮ রানের মধ্যে অলআউট করে ফেলেছে অজিদের। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাসুম আহমেদ। ৪ ওভার ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। ম্যাচ শেষে  জানালেন সাফল্যের মূলমন্ত্র। দ্য রিপোর্টের পাঠকদের জন্য তুলে ধরা হলো। 

 

প্রশ্ন : ১৩১ নিয়ে লড়াই করা সম্ভব ছিল কী না? 

নাসুম:  আমরা যে রান করছি ওটাতে ডিফেন্ড করা সম্ভব ছিল। আমাদের চেষ্টাও ছিল সেই সঙ্গে উইকেটেও সাহায্য ছিল। আমরা সেটাও কাজে লাগানোর চেষ্টা করেছি।

 

প্রশ্ন : কি চিন্তা ছিলো মাথায়? 

নাসুম: অস্ট্রেলিয়া দলকে হারানোর ব্যাপারে একটাই চিন্তা ছিল যে আমরা জিতি। কাল (পরশু) আমি দোয়াও করছিলাম যে আল্লাহ এখনও আমরা একটা ম্যাচও জিতিনি যেন এবার জিততে পারি। তো সবাই মিলে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছি। সবার ইচ্ছা ছিল ভাল কিছু একটা করে দেখানোর। আর তার ইচ্ছার কারণে আমরা সফল হয়েছি। 

 

প্রশ্ন : আপনি একাদশে আছেন এমন কিছু জানতেন কিনা?

নাসুম: কালকে যখন নেটে বল করতেছিলাম তখন কোচ আমাকে বলল যে কাল তুমি খেলবে। তাই তোমার ওপর অনেক দায়িত্ব। সেখান থেকেই আমি ভাবতেছিলাম খেললে আমি কিছু করবো। শেষ একটা ম্যাচে একটু বাজে বল করেছি। 

 

প্রশ্ন: সিনিয়র ক্রিকেটাররা আপনাকে কেমন হেল্প করেছে? 

নাসুম:  যখন আমরা ১৩১ করেছি তখন নামার আগে রিয়াদ ভাই বলতেছিল আমরা এ রানেই ফাইট করবো, ডট বল করবো, যতটুক পারি চেষ্টা করবো জেতার জন্য। তো ওই ডট বলের চিন্তাই করছিলাম। যখন প্রথম দুটো বল করলাম ব্যাক অব লেংথে তখন সাকিব ভাই আমাকে বলল এই উইকেটে আস্তে বলটাই ভাল এবং সামনে করলে ভাল হয়। তো ওটাই চেষ্টা করেছি। চারটা ওভার যে করেছি সবসময়ই সাকিব ও রিয়াদ ভাই আমার সঙ্গে কথা বলেছে। রিয়াদ ভাই বলছিল ওকে ওর মতো বল করতে দে। তো ডট বল করার চেষ্টাতেই সফল হয়েছি।

Link copied!