সাকিবকে নিয়ে সংশয়ে পাপন

ক্রীড়া ডেস্ক

মে ৯, ২০২২, ১২:৩৬ এএম

সাকিবকে নিয়ে সংশয়ে পাপন

সিনিয়রদের মধ্যে মুশফিক-সাকিব সব সংস্করণে খেলে থাকেন। তবে সাকিবকে পাওয়া যায় না সব সময়। তাই তার ব্যাপারে নির্দিষ্ট কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি।

মোস্তাফিজ টেস্টে আগ্রহী নন। ফলে সে ওয়ানডে ও টি টোয়েন্টিতে ব্যস্ত থাকবে। যদি সে চায় ও ক্রিকেট বোর্ড মনে করে যে তার দরকার আছে তাহলে হয়তো খেলতে পারে।

তবে সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় রয়েছে বলে জানান বিসিবি প্রধান।  বিসিবি সভাপতি বলেন, ‘অলরেডি তো রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-টোয়েন্টি খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তা-ভাবনা জানা যাবে, ও কি চিন্তা-ভাবনা করছে, আমরা জানতে পারবো। ‘সাকিবের ব্যাপারটা আবার এদের কারোর সাথে মিলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন। সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে, কোনটা খেলবে না। ওর সাথে আমি যখন কথা বলি আমার মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নাই। সুতরাং আসলে ওরটা বলা একটু কঠিন’

Link copied!