সাকিবের এ কোন রূপ?

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২১, ০৪:২৮ পিএম

সাকিবের এ কোন রূপ?

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডানের খেলায় চটে যান সাকিব। এসময় তিনি স্ট্যাম্পে লাথি মারেন প্রথমে। আর দ্বিতীয়বার স্ট্যাম্প আছরে ফেলেন মাটি থেকে তুলে। সাকিবের ব্যাপারে আম্পায়ার অভিযোগ করেছেন। গুরুতর হলে শাস্তি হতে পারে এক বা ২ ম্যাচ। আবার জরিমানা নিয়েও ছেড়ে দেওয়া হতে পারে।

ক্ষমা চাইলেন সাকিব

অবশ্য পরে তিনি ক্ষমা চেয়েছেন। আর আবাহনীর সঙ্গে সব মিটমাট হয়ে গেছে তার। ফলে কিছু হবে না বলেই মনে হচ্ছে। অবশ্য এই ঘটনা যাচাই করে দেখছে রেফারি।  

ম্যাচের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। তখন বিপরীতে ব্যাট করছেন মুশফিকুর রহিম। প্রথম বলে কোনো রান নিতে দেননি সাকিব। তবে তার পরের দুই বলে এক ছয় ও এক চারে দশ রান তুলে নেন মুশফিক। পরের দুই বলেও কোনো রান হয়নি। ওভারের শেষ বল স্ট্যাম্প বরাবর মুশফিকের পায়ে আঘাত করে, এতে লেগ বিফোরের আবেদন করেন সাকিব আল হাসান। তাতে সাড়া দেননি আম্পায়ার ইমরান পারভেজ রিপন। এতে রাগ ও ক্ষোভে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব।

Link copied!