সাকিবের ঘূর্ণিতে ধরাশায়ী ভারতের সংগ্রহ ১৮৬

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২২, ০৩:৪৩ পিএম

সাকিবের ঘূর্ণিতে ধরাশায়ী ভারতের সংগ্রহ ১৮৬

ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে লড়াকু জুটি ভাঙলেন সাকিব আল হাসান। ভারতের ঘুরে দাঁড়ানোর পথে কাঁটা বিছালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ওয়ানডে সিরিজ়ের প্রথম ম্যাচেই ব্যর্থ ভারতের ব্যাটিং। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে মিরপুরের মাঠে মাত্র ১৮৬ রান করলেন রোহিত শর্মারা। লোকেশ রাহুল ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই সে ভাবে রান পেলেন না। সাকিব আল হাসান নিলেন ৫ উইকেট। রাহুল ৭৩ রান করেন। বাংলাদেশের সামনে ১৮৭ রানের লক্ষ্য রাখল ভারত।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। মাত্র ৭ রান করে আউট হয়ে যান তিনি। মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হন ধাওয়ান। তিন নম্বরে নেমে মাত্র ৯ রান করে আউট বিরাট কোহলি। ভারত অধিনায়ক রোহিত করেন ২৭ রান। নিউ জ়িল্যান্ডে ভাল খেলা শ্রেয়স আয়ার করেন মাত্র ২৪ রান। ৯২ রানের মধ্যে ৪ উইকেট হারায় ভারত। একই ওভারে রোহিত এবং বিরাটকে সাজঘরে ফেরান সাকিব।

সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান রাহুল এবং ওয়াসিংটন সুন্দর। তাঁরা ৬০ রানের জুটি গড়েন। সুন্দর ১৯ রান করেন। রাহুল ৭৩ রান করেন। তিনি চারটি ছক্কা এবং পাঁচটি চার মারেন। সেই জুটিও ভাঙেন সাকিব। তিনি ১০ ওভার বল করে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নেন। বাংলার শাহবাজ় আহমেদ ব্যাট হাতে ব্যর্থ। চার বল খেলে কোনও রান না করে সাজঘরে ফেরেন তিনি। শার্দূল ঠাকুর (২) এবং দীপক চাহারকেও (০) একই ওভারে ফেরান সাকিব।

তথ্য: আনন্দবাজার থেকে নেওয়া

Link copied!