সাত গোলের থ্রিলার জয় ম্যানচেস্টার সিটির

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ২৭, ২০২২, ০৮:৪৪ এএম

সাত গোলের থ্রিলার জয় ম্যানচেস্টার সিটির

পাগলাটে এক সেমিফাইনাল। যদিও ম্যানচেস্টার সিটি দাপট দেখিয়েছে। স্কোরলাইন দেখলে বিশ্বাস হয় না আসলেই। রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ৪-৩ গোলে হেরেছে। প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নব্যুতে। রিয়াল ১ গোলে পিছিয়ে। করিম বেনজেমা জোড়া গোল করেছেন। আর অপর গোলটি ভিনিসিয়াস জুনিয়রের। ম্যানচেস্টার সিটির চার গোল চার জনের। কেভিন ডি ব্রুইন, গ্যাব্রিয়েল জেসুস, ফোডেন ও বার্নাডো সিলভা স্কোর করেছেন। 

স্পেনের মাদ্রিদের পরের লেগ। ম্যানসিটি ১ গোলে এগিয়ে থেকে নামবে। রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এতে করে এখনই কে ফাইনালে ‍যাবে সেটা বলা ‍যাবে না। ম্যানচেস্টারের ইতিহাদে সিটি সর্বোচ্চটা দিয়ে জয় আদায় করেছে। তবুও নেই স্বস্তি।

ম্যাচের বয়স তখন ২ মিনিট। রিয়াদ মাহরেজের দারুণ ক্রস থেকে হেডে গোল করেন ডি ব্রুইন। ম্যানসিটি বল ছাড়ছিল না। বল পজিশনের কারণে তোপের মুখে ছিল রিয়াল মাদ্রিদ। ১১ মিনিটে আবার ডি ব্রুইনের পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। ২-০ গোলের লিড চলে আসে সিটির। ৩৩ মিনিটে মেন্ডির ক্রস থেকে গোল করেন টপ ফর্মে থাকা বেনজেমা। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সিটি। 

ফিল ফোডেন ৫৩ মিনিটে ফারনানদিনহোর ক্রস থেকে হেডে গোল করেন। ২ মিনিট পর ভিনিসিয়াস জুনিয়র মেন্ডির কাছ থেকে বল নিয়ে সবেগে ছুঁটে যান বক্সে। দারুণ গোল করলে স্কোর হয়ে যায় ৩-২। ৭৪ মিনিটে সিলভা আবার গোল করলে স্কোর লাইন ৪-২ হয়ে যায়। রিয়াল ৮২ মিনিটে হ্যান্ডবল পেয়ে যায়। বেনজেমা পেনাল্টি থেকে গোল করলে ৪-৩ স্কোরলাইন হয়ে যায়। এরপর আর দুদল গোলের চেষ্টা করে কাজ হয়নি। 

আগামী ৪ মে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা মাদ্রিদে। আরো একটি নাটকীয়তা দেখার অপেক্ষা।   

Link copied!