সাদা পোষাক আর লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদুল্লাহ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২১, ০৭:৩৯ পিএম

সাদা পোষাক আর লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদুল্লাহ

টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (২৪ নভেম্বর) বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক এই ঘোষণা দেন।  

১২ বছরের টেস্ট ক্যারিয়ারে সর্বশেষ ৫০ তম টেস্ট খেলেছেন মাহমুদুল্লাহ জিম্বাবুয়ের বিরুদ্ধে। সেখানে অপরাজিত ১৫০ রানের এক দারুণ ঝকঝকে ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। তারপরই আচমকা অবসরের ঘোষণা দেন তিনি। তবে আনুষ্ঠানিক ঘোষণা বাকী ছিল।

৫০ টেস্টে ৩৩.৪৯ গড়ে ২৯১৪ রান করেছেন মাহমুদুল্লাহ। সমান সংখ্যক ম্যাচে বল হাতে ৪৩ উইকেটও পেয়েছেন এই অলরাউন্ডার। এছাড়াও ৬ টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন এই ক্রিকেটার।  

এক বিবৃতিতে মাহমুদউল্লাহ বলেন, “এতদিন ধরে যে ফরম্যাটে ছিলাম তা ছেড়ে দেওয়া সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চে অবস্থানে যেতে চেয়েছি এবং আমি বিশ্বাস করি এখনই আমার টেস্ট ক্যারিয়ার শেষ করার উপযুক্ত সময়।”

টেস্ট ফরম্যাটে তার প্রতি আস্থা রাখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, “টেস্ট দলে আমাকে সবসময় আমাকে সমর্থন করায় আমি বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সবসময় আমাকে উৎসাহিত করার জন্য এবং আমার সক্ষমতায় উপর বিশ্বাস রাখায় আমার সতীর্থ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা একটা পরম সম্মান ও সৌভাগ্যের বিষয় এবং আমি অনেক স্মৃতি মনে রাখব।”

মাহমুদুল্লাহ আরও জানান, “টেস্ট থেকে অবসর নিলেও আমি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাব। সাদা বলের ক্রিকেটে আমি দেশের জন্য আমার সেরাটা দেওয়ার জন্য উন্মুখ।”

Link copied!