মালদ্বীপের মালে তে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারায় বাংলাদেশ। আজ কঠিন প্রতিপক্ষ সামনে। ভারতের বাধা টপকাতে হবে তাদের। আর তাহলে পরের রাউন্ডের স্বপ্ন। ১৮ বছর আগে সর্বশেষ বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। আর সেটা ২০০৩ সালে ফাইনাল ম্যাচে। সাফে বাংলাদেশের একটাই ট্রফি। সেটাও ১৮ বছর আগের। আজ জামালরা কি পারবেন?
বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হবে। আর সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাংলাদেশ সর্বশেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে একমাত্র গোলটি পেয়েছিল পেনাল্টি থেকে। তপু স্কোর করেছিলেন।
এদিকে ভারত আজ প্রথম ম্যাচ খেলতে চলেছে। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে সতীর্থদের উজ্জীবিত করেন তিনি। ভারতের সর্বাধিক গোলের মালিক রবিবার বলেন, ‘দেশের হয়ে একশোর বেশি ম্যাচ খেলেছি। তবু আত্মতুষ্টিতে ভুগছি না। এখনও আমি মাঠে নামলে হারতে ঘৃণা করি। সতীর্থদেরও সেটাই বলেছি। আরও একশোটি ম্যাচ খেলার সুযোগ হয়তো আর আমার হবে না। তবে আমি চাই, দলের ফুটবলারদের মধ্যে জয়ের খিদে যেন চিরকাল অটুট থাকে।’