‘অস্কার ব্রুজোনের সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা তাকে আপাতত সাফের কোচ হিসেবেই ভাবছি। তিনি সাফে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন’, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় কোচ অস্কার ব্রুজোনের সঙ্গে এক বিশেষ সভা শেষে কথাগুলো বলেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ।
নিয়মিত ব্রিটিশ কোচ জেমি ডেকে অব্যাহতি দিয়ে আগে দুই মাসের জন্য অস্কারকে দায়িত্ব দেয়ার কথা বলা হলেও এখন সিদ্ধান্ত অনেক বদলেছে। তাহলে সাফের পর অক্টোবরের তৃতীয় সপ্তাহে কুয়েতে অনূর্ধ্ব-২৩ এএফসি চ্যাম্পিয়নশিপ এবং নভেম্বরে শ্রীলংকায় ত্রিদেশীয় টুনৃামেন্টে কোচ কে হবেন? কাজী নাবিলের উত্তর, ‘ব্রুজোনের সঙ্গে সব কিছুই ঠিক হয়ে আছে। আপাতত সাফ সামনে। তাই সে আমাদের সঙ্গে সাফ টুর্নামেন্ট পর্যন্ত কাজ করবে। দীর্ঘমেয়াদী কিছু করার পরিকল্পনা এখনও নেই। সাফের কর্মপরিকপ্লনা নিয়েই মূলত আমাদের আজকে (গতকাল) আলোচনা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘অস্কারের পছন্দের কোচিং স্টাফই আসবে। ওর সাথে কথা বলেই বাকিদের ঠিক করা হচ্ছে।’ এ বিষয়ে অস্কার নিজের মত জানাবেন আজ জাতীয় দল ঘোষণার সংবাদ সম্মেলনে।
দীর্ঘ সময় ধরে বসুন্ধরা কিংসের সঙ্গে কাজ করছেন ব্রুজোন। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় তার ক্লাবেরই। যেকারণে সাফে দল সাজাতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় তার। মঙ্গলবার ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও আজ দল ঘোষনার পর হয়তো ফুটবলাররা হোটেলে ওঠবেন। আর অসুস্থতার কারণে বর্তমানে ঢাকায় রয়েছেন দুই মাসের জন্য অব্যাহতি পাওয়া কোচ জেমি ডে। জানা গেছে, গোলকিপার কোচ লেস ক্লিভলিও চলে যাবেন জেমির সঙ্গে।