সাফের ফাইনালে বাংলাদেশ বনাম নেপাল

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০২:৫৯ এএম

সাফের ফাইনালে বাংলাদেশ বনাম নেপাল

বিকেলে সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। তবে কোন দলের সাথে ফাইনাল খেলবে সেটির অপেক্ষায় থাকতে হয়েছে লাল সবুজের দলকে। অবশেষে সেই অপেক্ষারও অবসান ঘটেছে। আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে বাংলাদেশ  বনাম নেপালের খেলা হবে। এই খেলার মধ্য দিয়ে প্রথমবারের মতো নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্ট।

শুক্রবার সন্ধ্যায় পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নেপাল।  প্রথমার্ধেই রেশমার গোলে নেপাল এগিয়ে যায়। খেলার শেষ পর্যন্ত ওই গোল ধরে রেখে মাঠ ছাড়ে হিমালয়ের কন্যারা। ভারত শত চেষ্টা করেও নেপালের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেনি।

নেপাল এ নিয়ে ৫ বার এই টুর্নামেন্টের ফাইনাল খেলবে। আগের চারবারই ফাইনালে তারা হেরেছে ভারতের কাছে। এর আগে বাংলাদেশ ৮ গোলের ব্যবধানে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

এই নিয়ে সাফে বিগত ৫টি আসরের মধ্যে ৪টিতেই সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। শুধুমাত্র ২০১২ সালের আসরে সেমিতে খেলতে পারেনি সাবিনারা। অবশিষ্ট ২০১০, ২০১৪, ২০১৬ এবং সর্বশেষ ২০১৯ আসরের সেমি-ফাইনাল খেলেছে বাংলাদেশ। তন্মধ্যে ২০১৬ সালের আসরে ফাইনালে অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হেরে শিরোপা জয় করতে পারেনি তারা। অপরদিকে ভুটান প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বি গ্রুপের শ্রীলংকার বিপক্ষে জয়ী হয়ে শেষ চারে ওঠে  দলটি।

Link copied!