সাদিও মানে জয়সূচক টাইব্রেক শুটআউটের গোলটি করে সেনেগালকে নিয়ে গেলেন বিশ্বকাপে। মোহামেদ সালাহর মিশর এবার বিশ্বকাপে যেতে ব্যর্থ হলো। কাতার ২০২২ বিশ্বকাপে দেখা যাবে না সালাহকে।
সালাহ ও মানে দুজনই লিভারপুলে খেলছেন দীর্ঘদিন ধরে। আর বন্ধু হয়েছেন দুজন। এক বন্ধুর এবার বিশ্বকাপের আসরে খেলা হচ্ছে না। দেশকে বিশ্বকাপে নিয়ে গেলেন মানে।
আফ্রিকান প্লে অফের প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল মিশর। সেনেগাল পরের লেগে নির্ধারিত ১২০ মিনিটে ১-০ তে লিডে ছিল। খেলা টাইব্রেকে যায়। আর সেখানে মোহামেদ সালাদ পেনাল্টি মিস করেন। চাপ নিতে পারেননি তিনি।
এদিকে ঘানাও বিশ্বকাপ নিশ্চিত করেছে। নাইজেরিয়া যাচ্ছে না এবার। এটাও অবাক করা ব্যাপার বটে।