সিটি না লিভারপুল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২২, ২০২২, ০৮:২৯ এএম

সিটি না লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনে শিরোপা জয়ের মিশনে আজ নিজ নিজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অ্যাস্টন ভিলার বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে নামবে লড়াইয়ে সিটি। অন্যদিকে ঐতিহাসিক কোয়াড্রাপল শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে উল্ফসকে আতিথ্য দিবে লিভারপুল।

৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল। লিভারপুল হেরে গেলে শিরোপা বঞ্চিত হবে তারা। সিটির আর জেতার প্রয়োজন হবে না। কারণ তারা ১ পয়েন্টের লিডে। 

এদিকে লিভারপুলের সামনে একদিকে লিগ শিরোপা অন্যদিকে ইউরোপ সেরা হবার স্বপ্ন। আগামী সপ্তাহে প্যারিসের ফাইনালে রেডদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এক বছরে চারটি বড় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এখন লিভারপুল। জার্গেন ক্লপের দল ইতোমধ্যেই লিগ কাপ ও এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে। 

লিভারপুল বস ক্লপ বলেছেন, ‘মৌসুমের শুরুতে যদি এমন হতো কেউ এসে বলছে তোমরা তিনটি কাপ ফাইনালে পৌঁছে গেছ এবং এখন লিগ শিরোপার জন্য মাঠে নামতে হবে। বিষয়টা চিন্তা করাও অসম্ভব। কিন্তু ছেলেরা আজ সেটাই বাস্তবে রূপ দিয়েছে। সমর্থকরাও আমাদের সাথে সবসময়ই ছিল। তাদের জন্যও এটা একটি গর্বের মুহূর্ত। এখন আমাদের শেষ দুটি ম্যাচ উপভোগ করার বিষয়টি নিশ্চিত করতে হবে।’

 

Link copied!