সিরিজ জিততে ৯৪ রান দরকার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২১, ১১:৩৭ পিএম

সিরিজ জিততে ৯৪ রান দরকার বাংলাদেশের

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে চতুর্থ টি-টোয়েন্টি জেতার জন্য ৯৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল সফরকারীরা। সিরিজে বাংলাদেশ ২-১ লিডে রয়েছে। আজ জিতলে ৫ ম্যাচের সিরিজ নিশ্চিত। 

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচে আলো ছড়িয়েছেন নাসুম আহমেদ। এই স্পিনারের সঙ্গে শেষের দিকে আলো ছড়ান মুস্তাফিজুর রহমান। দুই জনের আট শিকারের দিনে কিউইদের ৯৩ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিততে হলে টাইগারদের প্রয়োজন মাত্র ৯৪ রান।

টসে জিতে ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি দুই ওপেনার রাচীন রবীন্দ্র ও ফিন অ্যালেনের। প্রথম ওভারেই ফেরেন রাচীন। নাসুম আহমেদের করা পঞ্চম বলে সাইফউদ্দিনের দুর্দান্ত ক্যাচ হন তিনি। পরের ওভারে এসে আরেক ওপেনার অ্যালনকে (১২) সাজঘরে ফেরান নাসুম। এবারও ক্যাচটি তালুবন্দি করেন সাইফউদ্দিন।

 ধীর গতি ব্যাটিয়ে ১০ ওভার দুই বলে দলীয় অর্ধশতক পূর্ণ করে কিউইরা। দুই উইকেট হারানোর পর টম ল্যাথামের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন উইল ইয়াং। ১১তম ওভারের তৃতীয় বলে ল্যাথামকে (২১) সাজঘরে ফেরান মেহেদী। সামনের দিকে এসে খেলতে চেয়েছিলেন ল্যাথাম। ব্যাটে বলে হয়নি, সরাসরি সোহানের স্ট্যাম্পিং হন তিনি। পরের ওভারে এসে জোড়া আঘাত হানেন নাসুম। শুরুতে হেনরি নিকোলস এবং পরের বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে ফেরান তিনি।

হ্যাটট্রিকের সুযোগ ছিল এই স্পিনারের সামনে তবে নতুন ব্যাটসম্যান টম ব্লান্ডেল লাপিয়ে উঠা বলটি ব্যাট না বাড়িয়েই ছেড়ে দেন। পুরো ওভারে কোনো রান না দিয়ে দারুণ দুটি উইকেট তুলে নেন নাসুম। চার ওভারে দুই মেডেনে মাত্র ১০ রান দিয়ে চার উইকেট নেন এই স্পিনার।

১৬তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই ব্লান্ডেলকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। মিডঅনে থাকা নাঈম শেখের দারুণ ক্যাচে ১০ বলে মাত্র চার রান করেন ফেরেন এই ব্যাটসম্যান। একই ওভারের শেষ বলে কোল ম্যাকনজিকে নিজের বলে নিজেই দারুণ এক ক্যাচ নিয়ে ফেরান এই পেসার। ১৪তম ওভারে ইনজুরি নিয়ে মাঠ ছাড়া সাইফউদ্দিন ফেরেন ১৯তম ওভারে। ফিরেই অ্যাজাজ প্যাটেলকে বোল্ড করেন এই পেসার। শেষ ওভারে এসে জোড়া আঘাতে কিউইদের ৯৩ রানে থামিয়ে দেন মুস্তাফিজ।

Link copied!