সুয়ারেজের সামনে এবার মেসি

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ১২:৫২ পিএম

সুয়ারেজের সামনে এবার মেসি

বিশ্বকাপ ফুটবলের বাছাই চলছে। ২০২২ সালে কাতারে আসরটি রয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্যতম বড় দল আর্জেন্টিনা ও উরুগুয়ে। আগামীকাল ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে তারা। মেসি ও সুয়ারেজের দেখা হবে আবার। দুই বন্ধুর লড়াইয়ে কে জেতে সেটাই দেখার বিষয়। এদিকে রাত ৩টায় ব্রাজিল খেলবে কলম্বিয়ার সঙ্গে। ব্রাজিল ৯টি ম্যাচের প্রতিটি জিতেছে। 

আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ ঘিরে উত্তাপের পারদ ক্রমশই চড়ছে। বিশ্বকাপে সরাসরি টিকিট নিশ্চিত করার লক্ষ্যে তিন পয়েন্ট পেতে মরিয়া লিওনেল স্কালোনি-ব্রিগেড। গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে একচ্ছত্র দাপট দেখিয়েও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ মেসিরা। এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে এবার জয় ছাড়া কিছুই ভাবছেন না মেসিদের হেড স্যার।

উল্লেখ্য, চোটের জেরে গত ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনার আক্রমণের অন্যতম ভরসা লাওতারো মার্তিনেজ। তবে উরুগুয়ের বিরুদ্ধে দলে ফিরছেন তিনি। পক্ষান্তরে, গত ম্যাচে পয়েন্ট খুইয়েছিল উরুগুয়ে। কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে অস্কার তাবারেজের দল। তাই অ্যাওয়ে ম্যাচ হলেও জয় পেতে মরিয়া তারা। আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই উরুগুয়ে। কার্ড সমস্যা ও চোটের জেরে প্রথম একাদশের তিন নিয়মিত ফুটবলারকে পাবেন না কোচ তাবারেজ। দিনের অপর ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। টানা ৯ ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে তিতে-ব্রিগেড (২৭ পয়েন্ট)। তাদের পরেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনা (৯ ম্যাচে ১৯)। তাই রবিবার জিতে দশে দশ করাই লক্ষ্য সেলেকাওদের। গত ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে জিতলেও, ফুটবলারদের পারফরম্যান্স খুশি করতে পারেনি ব্রাজিল কোচকে। তাই কলম্বিয়ার বিরুদ্ধে সাম্বা ম্যাজিক ফিরিয়ে আনাই লক্ষ্য তাঁর। উল্লেখ্য, কার্ড সমস্যা কাটিয়ে আজ দলে ফিরছেন নেইমার।

Link copied!