ওল্ড ট্র্যাফোর্ডে ড্র, অ্যাশেজ অস্ট্রেলিয়ার

হজম করতে পারছেন না স্টোকস

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৪, ২০২৩, ০৯:০৭ পিএম

হজম করতে পারছেন না স্টোকস

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড জয় দেখছিল। আর বৃষ্টি এসে সেখানে ড্র দেখলো অ্যাশেজের চতুর্থ  টেস্ট। এখন ওভালে ইংল্যান্ড জিতলেও সিরিজ ২-২ হবে। আর সিরিজ ড্র হলেও অস্ট্রেলিয়াই অ্যাশেজ ধরে রাখবে নিয়ম। বেন স্টোকস ম্যাচ শেষে জানান, এটা হজম করা কঠিন।

ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস হতাশা দেখান। তিনি বলেন, ‘এটা মেনে নেয়া কঠিন। প্রথম তিন দিন আমরা যে ক্রিকেট খেলেছি তার পরে শুধুমাত্র বৃষ্টির জন্য জিততে পারলাম না। ফলে সিরিজ জেতাও হলো না। এতে তো আমাদের কোনো দোষ নেই। দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছিল। তার পরেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো।’

অনেক চেষ্টা করেও ইংল্যান্ড পারেনি বলে তার বিশ্বাস। স্টোকস বলেন,‘ আমরা জানতাম সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে। তাই প্রথমে বল নিয়ে অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে আউট করেছিলাম। পরে ব্যাট করে ৫৯২ রান করেছিলাম। এর থেকে বেশি আমরা আর কীই বা করতে পারতাম। নিজেদের সেরাটা দিয়েছি। পুরো খেলা হলে হয়তো জিতেই মাঠ ছাড়তাম। দলের সবার উপর আমি গর্বিত।’

 

Link copied!