হামজাকে পেতে মুখিয়ে বাফুফে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২২, ০৬:৩৩ পিএম

হামজাকে পেতে মুখিয়ে বাফুফে

ইংলিশ ফুটবলে খুবই পরিচিত নাম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের খ্যাতনামা ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে ধারে খেলছেন ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির ক্লাব ওয়াটফোর্ড এফসিতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এই আলোচিত ফুটবলার। হামজার এই আগ্রহকে কাজে লাগাতে চায় বাফুফে। তাকে দ্রুত জাতীয় দলে আনতে মরিয়া বাংলাদেশ ফুটবল অভিভাবক সংস্থাটি।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘বাফুফের তরফ থেকে তাকে (হামজা) খুব দ্রুতই আমন্ত্রণ জানানো হবে। সে যা চায় তাকে সেটাই দেওয়া হবে। তাকে সব সাহায্য করতে রাজি আছি। আর তার আগ্রহের বিষয়টি আমরা ভালোভাবেই গ্রহণ করেছি।’

মাথায় ঝাঁকড়া চুল। লেস্টার সিটির একাডেমিতে বেড়ে ওঠা তার। হামজার জন্ম ইংল্যান্ডের লাঘবোরোতে। মা বাংলাদেশি ও বাবা গ্রেনাডিয়ান। নানার বাড়ি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে। মাত্র ১৬ বছর বয়সে যোগ দেন লেস্টার সিটির একাডেমিতে। ক্লাবের হয়ে ৫৩ ম্যাচে একটি গোল করেছেন এই মিডফিল্ডার। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সুযোগ পান ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে। ১৬ মে ২০১৮ সালে দেশটির অনূর্ধ্ব-২১ জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। খেলেছেন দলটির হয়ে সাতটি ম্যাচ।

তিন বছর আগে এই মিডফিল্ডার তার আগ্রহ প্রকাশ করার পরপরই হামজার দল লেস্টার সিটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বাফুফে। কিন্তু সেই সময়ে কোনো সাড়া না পেয়ে গত মাসে লেস্টারকে আবারও ইমেইল করে বাফুফে ।

এবার অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি মেইল প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। দুই দেশের হয়ে খেলার সুযোগ আছে হামজার। সে ক্ষেত্রে তিনি অগ্রাধিকার দিচ্ছেন মায়ের মাতৃভূমিকে। সুযোগ পেলেই বাংলাদেশে আসবেন জানিয়ে এই ফুটবলার বলেন, ‘শীতের ছুটিতে আমি বাংলাদেশে যাব। সন্তানদের সেখানে (বাংলাদেশে) নিয়ে যেতে চাই।’

Link copied!