বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচকে নিয়ে উত্তেজনায় সারাদেশের মানুষ। দীর্ঘ দেড় বছর পর মাঠে খেলা দেখার উৎসাহে সকাল থেকেই ভিড় করেছেন দর্শকরা। দর্শকদের মধ্যে অনেকেই টিকেট সংগ্রহে ব্যস্ত। সেই ব্যস্ততার সুযোগ নিচ্ছে টিকিট ব্ল্যাকাররা। যে টিকেট গতকাল পাওয়া গেছে ৩০০ টাকায়, সেই টিকেটই এখন ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বেশ কিছু নারীকে মাঠের বাইরে টিকিট বিক্রি করতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্ল্যাকে টিকিট বিক্রি করা এক নারীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা বারবার বুথে থেকে টিকিট সংগ্রহ করেছেন। এজন্য তারা বেশি দামে বিক্রি করছেন। ১০০ টাকার টিকিট ৩০০ টাকা ও ৩০০ টাকার টিকিট ১ হাজার টাকায় বিক্রি করছেন।
এ সময় ওই নারী অভিযোগ করে বলেন, ‘আমরা এত টিকিট কোথায় পাব। কেউ না কেউ তো আমাদের দেয় এসব টিকিট বিক্রি করার জন্য। অনেকেই আছে যারা আমাদের মাধ্যমে টিকিট বিক্রি করে।’
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা একই ব্যক্তিকে বারবার লাইনে দাঁড়াতে দেইনি। যারা টিকিট ব্ল্যাক করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’