মার্চ ১, ২০২৩, ১১:৪১ পিএম
ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট নিহত হয়েছিলেন ২০২০ সালে। তাঁর ১৩ বছরের মেয়েসহ সাতজন নিহত হয় ওই দুর্ঘটনায়। লস এঞ্জেলেস কাউন্টির শেরিফ ও দমকল বিভাগের কর্মীরা ওই দুর্ঘটনার ভয়াবহ ছবি শেয়ার করেছিল তখন। এ ঘটনায় ব্যক্তির গোপনীয়তা (প্রাইভেসি) লঙ্ঘনের অভিযোগ এনে লস এঞ্জেলেস কাউন্টির বিরুদ্ধে মামলা করেছিলেন কোবি ব্রায়ান্টের স্ত্রী ভেনেসা ব্রায়ান্ট। সেই মামলার রায়ে জিতেছেন কোবি ব্রায়ান্টের স্ত্রী।
মামলা জেতার পর ভেনেসা ব্রায়ান্টের আইনজীবী লুইস লি বলেছেন, যারা এমন অদ্ভুত আচরণে জড়িত তাদের জবাবদিহি করার জন্য মিসেস ব্রায়ান্টের সাহসী লড়াইয়ের আজ সফল সমাপ্তি ঘটল।
লি বলেন, তিনি (ভেনেসা) তাঁর স্বামী, তাঁর মেয়ে ও অন্য পরিবারবর্গকে যে অসম্মান করা হয়েছিল, তাদের সকলের জন্য লড়েছেন। লি নিশ্চিত করেছেন যে ২৮.৮৫ মিলিয়ন ডলারে (প্রায় তিনশ কোটি টাকা) মামলার নিষ্পত্তি করা হয়েছে।
লস এঞ্জেলেস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিষ্পত্তি 'ন্যায্য ও যুক্তিসঙ্গত' বলেও অভিহিত করেছেন কাউন্টির আইনজীবী মীরা হাশমল।
কোবি ব্রায়ান্ট ৪১ বছর বয়সে মারা যান। অল-স্টার এবং লস এঞ্জেলেস লেকার্সের এই কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় পাঁচটি এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০২০ সালে তিনি 'হল অফ ফেমে' নির্বাচিত হয়েছিলেন।