‘জয়ের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই সে নতুন’

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০১:২৪ এএম

‘জয়ের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই সে নতুন’

এর আগে সাদাপোশাকে বাংলাদেশ দলের কাপ্তান মুমিনুল হক বলেছিলেন, সুপারস্টার হতে পারেন মাহমুদুল হাসান জয়। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম্ম টেস্টের দুদিন না যেতেই মেহেদী হাসান মিরাজ বললেন, জয়ের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই সে যে নতুন। 

আসলেই তাই। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট কিংবা কাইল জেমিসনের মতো ফাস্ট বোলারদের যেভাবে সামলেছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা জয়, সেটা অবলীলায় প্রশংসনীয়। তাই হয়তো ড্রেসিং রুম থেকে জয়ের ব্যাটিং দেখে মুগ্ধতা লুকোতে পারেননি মিরাজ। রাখঢাক না রেখে বলেই দিলেন, 'অবশ্য অনেক ভাল। ইতিবাচক দিক। জয় অনেক ভাল ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। ও খুব ভাল মানিয়ে নিয়েছে।’

১৬৫ বলে করেছেন অভিষেক হাফসেঞ্চুরি। দিন শেষে  ২১১ বলে ৭০ রান নিয়ে অপরাজিত ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যান। দেশের প্রথম ওপেনার জয়, যিনি নিউ জিল্যান্ডের মাটিতে এক ইনিংসে ২০০ বল বা তার বেশি বল খেলেছেন। তার আগে ২০০৮ সালে সবচেয়ে বেশি খেলেছিলেন, জুনায়েদ সিদ্দিকী (১৪৪)।

মিরাজ বলেন, ‘আমরা জানি জয় খুব ভাল খেলোয়াড়। আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। ওখানে ভাল খেলেছে, ঘরোয়াতে ভাল খেলে এসেছে জাতীয় দলে। ওর মাত্রই শুরু,  বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে। দলের জন্য ভাল হয়েছে, ওর নিজের ক্যারিয়ারের জন্য ভাল হয়েছে।’

বিগত বেশ কয়েকটি সিরিজ টপ অর্ডারদের ব্যর্থতা ছিল প্রকট। সবশেষ ঘরের মাঠে পাকিস্তান সিরিজে টপ অর্ডারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তবে এবার জয় আর নাজমুল হোসেন শান্তের ১০৪ রানের জুটিতে দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ। মিরাজ জানিয়েছেন এই জুটি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। 

‘জুটি খুব ভাল হয়েছে। জয়-শান্ত যে জুটি করেছে আলহামুদুল্লিহা। আমাদের দলের জন্য খুব ভাল হয়েছে। দেখেন বেশ কিছুদিন ধরে আমাদের উপর থেকে কোন জুটি হচ্ছিল না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দিবে। এখনো আমাদের অনেক কিছু বাকি আছে। আমাদের প্রক্রিয়ার মধ্যে খেলতে হবে।’

ওপেনার সাদমান ইসলাম ২২ রানে ফিরে গেলে দলীয় ৪৩ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর জয়-শান্ত খেলতে থাকেন সাবলীল। ৬৪ রান করে ওয়েগনারের শিকার হয়ে শান্ত ফিরলে ভাঙে দ্বিতীয় উইকেটের এই জুটি। এরপর জয়-মুমিনুল দিন শেষ করে আসেন। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭৫ রান। এখনো ১৫৩ রান পিছিয়ে আছে সফরকারীরা। নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩২৮ রানে।

Link copied!