‘যুক্তরাষ্ট্রে ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী খোঁজ রেখেছেন নারী ফুটবল দলের’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৫:৩৬ এএম

‘যুক্তরাষ্ট্রে ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী খোঁজ রেখেছেন নারী ফুটবল দলের’

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলারদের বরণ করে নেওয়া হয়। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন। তবে এত ব্যস্ততার মাঝেও তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের খোঁজ নিয়েছেন। এমনটি জানিয়েছেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিমানবন্দরে নারী ফুটবল দলের সদস্যদের বরণ করে নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “কয়েকবার প্রধানমন্ত্রী মেসেজ দিয়েছেন। আমরা যখন বিমানবন্দর থেকে রওনা হই তখন আমেরিকায় ভোর। সেই সময় প্রধানমন্ত্রী আমাকে মেসেজ দিয়েছেন। মেয়েদের খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী আমেরিকায় ব্যস্ত সফরে থাকলেও এরই মধ্যে তিনি কয়েকটি মেসেজ দিয়েছেন।

নারীঅ ফুটবল দলকে সম্বর্ধনার দিনটিকে স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করে জাহিদ অঅহসান রাসেল বলেন, “আমার জীবদ্দশায় এই দিনটি অন্যতম। মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর আগে আমি কখনও দেখতে পাইনি। মানুষেরা নারী দলকে অভ্যর্থনা জানাতে পেরে খুশি হয়েছে।”

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৪৫০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছে। নারী ফুটবলের একটি প্রকল্প নিয়ে কাজ করছি আমরা। এরই মধ্যে কয়েকটি সভা করেছি। চারটি জেলা বাছাই করে একাডেমির কাজ চলছে “ এই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয় পাঠানো হবে বলেও  তিনি জানান।

Link copied!