নেটে কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ সতীর্থরা

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২৯, ২০২১, ০৬:৫৯ পিএম

নেটে কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ সতীর্থরা

 

পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে প্রবল চাপে টিম ইন্ডিয়া। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত ‘মরণ-বাঁচন’ লড়াই। কিউয়িদের হারাতে না পারলে টি-২০ বিশ্বকাপে শেষ চারে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে ভারতের। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমি মাঠে প্রচণ্ড গরমেও ঘণ্টার পর ঘণ্টা নেটে নকিং সেরেছেন রোহিত শর্মা, লোকেশ রাহুলরা। প্র্যাকটিসে দারুণ ছন্দে দেখা গিয়েছে ক্যাপ্টেন বিরাট কোহলিকে। পাক ম্যাচেও তার ইঙ্গিত মিলেছিল। ব্যর্থতার মিছিলে একমাত্র উজ্জ্বল ছিলেন তিনিই। শুধু সমর্থকরা নন, নেটে কোহলিকে মেজাজে ব্যাট করতে দেখে মুগ্ধ দলেরই দুই সদস্য ঈশান কিষান ও শ্রেয়স আয়ার। স্টাম্পের পিছনে বসে তাঁরা বিরাটের ব্যাটিং দেখছিলেন। থ্রো-ডাউনের বিরুদ্ধে স্ট্রেট ড্রাইভে কোহলি হিট করতেই আবেগ চেপে রাখতে পারেননি ঈশান ও শ্রেয়স। তাঁরা চিৎকার করে উঠেছেন আনন্দে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। 

সুপার টুয়েলভে ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তানের সেমি-ফাইনালে ওঠা শুধু সময়ের অপেক্ষা। কারণ, বাবর আজমরা গ্রুপের সেরা দুই প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ডকে সহজেই হারিয়েছেন। দ্বিতীয় দল হিসেবে কারা শেষ চারে যাবে, সেটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে রবিবার। ওই ম্যাচের পর ভারত ও নিউজিল্যান্ডের আরও তিনটি খেলা বাকি থাকবে আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে। বড় কোনও অঘটন না ঘটলে প্রতিটি ম্যাচই তাদের জেতা উচিত। তাই রবিবারের লড়াইকেই পাখির চোখ করছে দুই পক্ষ। তবে আইসিসি’র ইভেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড একেবারে ভালো নয়। পরিসংখ্যান কোহলিদের বিপক্ষে। কিন্তু এমন মঞ্চই তো সেরা পারফরম্যান্স বের করে আনে! টিম ইন্ডিয়া যদি সেরাটা মেলে ধরতে পারে, তাহলেই কাটবে কিউয়িদের গাঁট।

চোট সমস্যা দূরে সরিয়ে বুধবার নেটে ২০ মিনিট বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া। সেই ছবি বিসিসিআইয়ের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তা দেখেই অনেকে প্রশ্ন করছেন, পরের ম্যাচেও কি হার্দিক খেলবেন? পাকিস্তান ম্যাচের ব্যর্থতার পর ভারতীয় দলে দু’টি পরিবর্তনের সম্ভাবনা জোরালো হয়েছে। এক, হার্দিককে বসিয়ে খেলানো হতে পারে বাঁহাতি ঈশান কিষানকে। আর ভুবির জায়গায় প্রথম একাদশে থাকতে পারেন শার্দূল ঠাকুর। তবে মনে রাখা দরকার, স্পিনের বিরুদ্ধে দুর্বলতা রয়েছে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজার সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে রিস্ট স্পিনার রাহুল চাহার কিংবা ছন্দে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে। সেক্ষেত্রে ভুবনেশ্বরের জায়গায় খেলানো হতে পারে স্পিনার। আর তৃতীয় পেসারের ভূমিকায় দেখা যেতে পারে হার্দিককে। তবে কোচ রবি শাস্ত্রী ও ক্যাপ্টেন কোহলি কী করবেন, সেটা বলা মুশকিল। তা না আঁচালে বিশ্বাস নেই!

Link copied!