বাংলাদেশকে সমীহ করছেন জাম্পা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২১, ০১:৩৪ পিএম

বাংলাদেশকে সমীহ করছেন জাম্পা

 

বিশ্বকাপের আগে গত আগস্টে বাংলাদেশের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে পরাজিত  অসিরা। তিন ফরম্যাট মিলিয়ে এই প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

সফরে অস্ট্রেলিয়া দলে ছিলেন লেগ-স্পিনার এডাম জাম্পা। চার ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে তখনকার  উইকেটকে জঘন্য বলে অভিহিত  করেছেন জাম্পা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে  আগামী ৪ নভেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।  উইকেট যাই হোক এ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশকে নিয়ে সর্তক অসিরা।

সামনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থাকায়, সর্বশেষ সফরের প্রসঙ্গ তুলেন সাংবাদিকরা। সেই প্রসঙ্গ আসতেই জাম্পা বলেন, ‘ঢাকার উইকেট সম্ভবত আন্তর্জাতিক উইকেটগুলোর মধ্যে সবচেয়ে জঘন্য। এটা আমাদের বিপক্ষে, বিশেষ করে অস্ট্রেলিয়ার হয়ে যখন  আমি খেলেছি। আমি মনে করি না  দুবাইতে  এতটা খারাপ উইকেট পাবো।’

বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে  অস্ট্রেলিয়া। সেমিফাইনালে খেলতে হলে শেষ দুই ম্যাচে জিততে হবে অসিদের। আপতত বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়েই বেশি ভাবতে চান জাম্পা। তিনি বলেন, ‘আমরা জানি, আমাদের ওপর অনেক চাপ। আমাদের রান রেট কিছুটা কমও। তাই পরের দু’টি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি একটু বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা বেশ মনোযোগ দিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবো।’

সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ও শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটে ম্যাচ জিতে তারা। তবে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে অসিরা। গ্রুপ-১এ চার ম্যাচ খেলে সবগুলোতে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ৩ ম্যাচ শেষে ২ জয়ে ৪ করে পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌঁড়ে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৪ খেলায় ২ পয়েন্ট শ্রীলংকার। আর ৩ খেলায় ২ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। ৩ খেলায় কোন জয়ই পায়নি বাংলাদেশ।  

Link copied!