মার্টিন গাপটিলের চোট, দুশ্চিন্তায় নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ০৯:৫৪ পিএম

মার্টিন গাপটিলের চোট, দুশ্চিন্তায় নিউজিল্যান্ড

রবিবার ভারতের বিরুদ্ধে সুপার ১২-এর ম্যাচে অনিশ্চিত নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় হ্যারিস রউফের ডেলিভারিতে পায়ে চোট পেয়েছেন তিনি। বেশ অস্বস্তিতে রয়েছেন গাপটিল। কিউয়ি কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘খুব যন্ত্রণা হচ্ছিল ওর। দেখা যাক, পরের দু’দিনে ও কেমন থাকে।’ গাপটিল যদি ভারতের বিরুদ্ধে খেলতে না পারেন, তবে তা নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা হয়ে উঠবে। একেই পেসার লকি ফার্গুসন চোটের জন্য ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। তাঁর পরিবর্তে পেসার অ্যাডাম মিলনের নাম ঘোষণা করেছে কিউয়িরা। 

পাকিস্তানের কাছে পরাজয়ের পর ভারতের বিরুদ্ধে জিততেই হবে কিউয়িদের। এই প্রসঙ্গে স্টিড বলেছেন, ‘গ্রুপ বি’তে পাকিস্তান এখন এক নম্বর দল হওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে। বাকি দলগুলো লড়ছে দু’নম্বর জায়গা দখলের জন্য। এই কারণেই ভারতের বিরুদ্ধে জিততে হবে আমাদের। ভারতকে হারাতে পারলে এই পরাজয়ের হতাশা কাটিয়ে আমার আবার সঠিক পথে এগতে পারব।’ এদিকে, মঙ্গলবারের পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন বলেছেন, ‘অসাধারণ খেলেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধেও ভালো খেলেছে ওরা। আমাদের বিরুদ্ধেও পাক বোলাররা দুর্দান্ত ছন্দ দেখিয়েছে। তবে আমরাও লড়াই চালিয়ে গিয়েছি। হাল ছাড়িনি।’ আর এই লড়াকু মানসিকতাই স্বস্তি দিচ্ছে তাঁকে

Link copied!