শেষ ম্যাচে জয় নিয়ে ফিরতে চান তাসকিন

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ৩, ২০২১, ০৩:০২ এএম

শেষ ম্যাচে জয় নিয়ে ফিরতে চান তাসকিন

'আমাদের দিয়ে আসলে হচ্ছে না। আমরা পারছি না।’ আজ দক্ষিণ আফ্রিকার কাছে ৮৫ রানে অলআউট ও ৬ উইকেটে হারের পর তাসকিন বললেন, আমরা সবাই একশ দশ শতাংশ দিচ্ছি। দলের সবাই ট্রাই করছে কিন্তু আমরা পারছি না। আমাদের হচ্ছে না। আমাদের যতটুকু যোগ্যতা আছে সে মোতাবেক খেলতে পারিনি। আমরা অনেক ভাল দল। এতটা খারাপ দল বাংলাদেশ না। এখন আমরা শেষ ম্যাচটি (অস্ট্রেলিয়া, ৪ নভেম্বর) দেশের জন্য জিততে চাই।’

ডান-হাতি পেসার তাসকিন আহমেদ আজ ভাল বল করেছেন। ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। খেলা শেষে বলেছেন,‘ আসলে ভাল হয়েছে। কিন্তু দিন শেষে ম্যাচ জিততে না পারলে তো খারাপ লাগে। আর দুর্ভাগ্যজনক দলীয় টোটালটা (সংগ্রহ) বড় ছিল না।

বাংলাদেশ সেই শ্রীলংকার সাথে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ করেছে। এরপর বড় সংগ্রহ হয়নি। এ ব্যাপারে তাসকিন,‘আমরা তো কয়েকটি ম্যাচ হারায় ব্যাটিংয়ে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছি না। আর সেজন্য হচ্ছে না। ওরা ভাল বোলিং করেছে। আর বেশি টোটাল না করায় ম্যাচ হেরে গেছি। 

বাংলাদেশ কি তাহলে এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দল নয়? তাদের কি আরো সময় লাগবে? এমন জবাবে তাসকিন,‘বাংলাদেশ তাদের যোগ্যতা অনুযায়ী ক্রিকেট খেলতে পারছে না। তাদের যে যোগ্যতা আছে সে মোতাবেক তারা আরো ভাল ক্রিকেট খেলবে এমনটাই আশা ছিল। আমরা কয়েকটি সহজ ম্যাচ হেরেছি। সেজন্য মানসিকভাবে পিছিয়ে থাকায় আমরা পারলাম না। ভাল না খেললে অনেক কথা হয়। আর তাই প্লেয়ারও চাপে থাকে। ভবিষ্যতে ভাল হবে।’ 

বাংলাদেশ ১ জন পেসার কম নিয়ে খেলেছে বলে কি মনে হয়েছে। বা স্কোর কত হতে পারতো। এ প্রশ্নের জবাবে একটু ঘুরিয়ে দেন তাসকিন,‘ আমার কাছে মনে হয় ১২০-১২৫ হলে ডিফরেন্ট স্টোরি হতে পারতো। আমাদের আরো ভাল ব্যাটিং করতে হতো। আমরা স্কোর বড় করতে পারলে ওরা বিপাকে থাকতো। ওরাও কিন্তু সমস্যায় পরেছে। ওদের ৮৫ করতে প্রায় ১৪ ওভারের মত লেগেছে। ১৪০-১৫০ করলেও ফাইটিং স্কোর হতো।’

Link copied!