চাঁদপুরে সাদ্রা দরবার শরীফের অনুসারীদের ঈদ উদযাপন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২২, ১০:৪৫ এএম

চাঁদপুরে সাদ্রা দরবার শরীফের অনুসারীদের ঈদ উদযাপন

দেশের আগাম ঈদের প্রবক্তা চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফসহ ওই দরবারের অনুসারীরা আজ রবিবার (১ এপ্রিল) ঈদ উল ফিতর পালন করছে। বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলেই ঈদ পালিত হবে বলে দাবী করেন সাদ্রা দরবার শরীফের অনুসারীরা। জেলার হাজীগঞ্জের সাদ্রা সমেশপুর, অলিপুর, উচ্চঙ্গা, প্রতাপপুর, রামচন্দ্রপুর, বলাখাল, ফরিদগঞ্জ উপজেলার ঘড়িহানা, মুন্সীরহাট, চান্দ্রাসহ জেলার প্রায় ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।  

সকাল ১০টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাযিল মাদরাসা মাঠে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদরাসা মাঠে মুসল্লিদের নিয়ে ইমাম ঈদের খুতবা দিচ্ছেন। ঈদের জামাতের ইমামতি করেন সদ্রা দরবার পীর আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।

এছাড়া একই অনুসারীদের মধ্যে পটুয়াখালী, দিনাজপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, জামালপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী ও বরিশালের কিছু এলাকায় ঈদ পালিত হচ্ছে বলে দাবি করেন সাদ্রা দরবার শরীফের পীর আরিফ চৌধুরী। নাইজার, মালি ও আফগানিস্থানে চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আজ ঈদুল ফিতর পালন করছেন তারা।  

সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী বলেন, আমরা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে আজ ঈদ করছি। আমরা নির্ধারিত কোনো দেশকে ফলো করি না। আরব বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে তা বিশ্বাসযোগ্য হলে আমরা রোজা পালন এবং ঈদ উদযাপন করি। যদি সেটি আমাদের কাছে নির্ভরযোগ্য মনে হয়।  

Link copied!