ডেল্টা ঢেউয়ে তছনছ থাইল্যান্ডে মৃত্যুর রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২১, ১০:২৪ পিএম

ডেল্টা ঢেউয়ে তছনছ থাইল্যান্ডে মৃত্যুর রেকর্ড

থাইল্যান্ডে মহামারি করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ও মৃত্যু ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বর্তমানে দেশটিতে করোনায় সংক্রমিতের সংখ্যা পাঁচ লাখ ৬১ হাজার ৩০ জন এবং এ পর্যন্ত মারা গেছেন মোট চার হাজার ৫৬২ জন৷

থাই স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, দেশটিতে বৃহস্পতিবার (২৯ জুলাই) নতুন সংক্রমণের সংখ্যা ১৭ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ১৬৫ জন৷

মহামারিকালীন সময়ের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে থাইল্যান্ডে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ রূপ নিয়েছে৷ সংক্রমণের এই উর্ধ্বগতির কারণে কম্বোডিয়া থাইল্যান্ডের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সীমান্তের বেশ কয়েকটি প্রদেশে লকডাউন দেয়া হয়েছে৷

দেশটির প্রধানমন্ত্রী হুন সেন এক বার্তায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষদের ঘরবন্দি থাকতে এবং জনসমাবেশে যেতে নিষেধ করেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘করোনার ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ রোধ করতেই এই সাময়িক লকডাউন দেয়া হয়েছে৷ বিশ্বজুড়ে করোনাভাইরাসের সর্বশেষ খবর রাখারও অনুরোধ করেন তিনি সবাইকে৷’

জাপানের শীর্ষ মেডিকেল উপদেষ্টা শিগেরু ওমি থাইল্যান্ডের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে করোনার ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে একটি স্বচ্ছ, শক্তিশালী বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারকে৷

দেশটির জনগণ করোনার ঝুঁকি সম্পর্কে সচেতন নয় এবং সেটাই সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন সংসদ প্যানেলে শীর্ষ মেডিকেল এ্যাডভাইজার শিগেরু ওমি৷ টোকিওতে বুধবার দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড তিন হাজার ১৭৭ এ পোঁছানোর পরেই তিনি এই মন্তব্য করেন৷

সূত্র: ডিডাব্লিউ, এএফপি, এপি, রয়টার্স।

Link copied!