স্বাস্থ্য কর্মীদের ‘জর্জ ক্রস সম্মাননা’ দেবেন রানি এলিজাবেথ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২১, ১২:২২ এএম

স্বাস্থ্য কর্মীদের ‘জর্জ ক্রস সম্মাননা’ দেবেন রানি এলিজাবেথ

ব্রিটেনে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত জাতীয় স্বাস্থ্যসেবার (এনএইচএস) কর্মীদের ব্রিটেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করবেন রানি এলিজাবেথ। করোনা মহামারির সময়ে স্বাস্থ্যকর্মীদের আত্মত্যাগ এবং তাদের সেবার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হবে।

সোমবার (৫ জুলাই)এ বিষয়ে এক বিশেষ ঘোষণা করেছে ব্রিটিশ সরকার।

ঘোষণায় রানি এলিজাবেথ বলেছেন, ‘পুরস্কারটির প্রদান করা হবে এনএইচএসের সমস্ত শাখার সাবেক ও বর্তমান সকল কর্মীদের। এই সম্মাননা পাবেন যুক্তরাজ্যের অন্তর্গত চারটি দেশের রাষ্ট্র পরিচালিত স্বাস্থ্যবিভাগের সকল স্বাস্থ্যকর্মী।’

এ বিষয়ে  ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘এপ্রিলের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্যকর্মীদের সাহসিকতা ও সেবা কাছে থেকে দেখেছি। তারা সর্বোচ্চ সম্মানের অধিকার রাখে। স্বাস্থ্যকর্মীদের সেবা ও সাহসিকতা ছাড়া আজ আমরা এই অবস্থায় থাকতাম না।’

যারা অসামান্য বীরত্বের পরিচয় দেয় তাদের সম্মানার্থে জর্জ ক্রসের সম্মাননা দেওয়া হয়। এবার কোভিড-১৯ এ শুরুর থেকে এখন পর্যন্ত এনএইচএস এর হাজারের বেশি স্বাস্থ্যকর্মী কাজ করে যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে। তাদের এই বীরত্বকেই এবার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি।

Link copied!